বিজয় বার্তা ২৪ ডট কম
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবারকে ৩০ বান্ডিল ঢেউটিন ও ৯০ হাজার টাকা প্রদান করেছেন সদর উপজেলা পরিষদের নির্বাহী(কর্মকর্তা)ইউএনও নাহিদা বারিক।
বুধবার বিকেলে ফতুল্লার মুসলিম নগর গ্রামে ও মাসদাইর বাড়ৈভোগ গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এই ৬ পরিবারকে সহায়তা করা হয়।
অগ্নিকান্ডে ঘরহারা ক্ষতিগ্রস্থরা হলেন- মজিবুর রহমান, সামছুদ্দিন, করিম, আবুল হোসেন, ইলিয়াস সরদার, মারুফ, আঃ আউয়াল, জাহাঙ্গীর আলম, জিয়া, মজিবর রহমান।
গৃহ নির্মানের জন প্রতিটি পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা করে প্রদান করা হয়।
ইউএনও নাহিদা বারিক জানান, কিছুদিন পূর্বে সদর উপজেলাধীন এনায়েত নগর ইউনিয়নের মুসলিম নগর গ্রামে ও মাসদাইর বাড়ৈভোগ গ্রামে পৃথক অগ্নিকান্ডে ১০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এতে ঘরহারা হয়ে পরে। তাদের গৃহ নির্মানে ১০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩০ বান্ডিল ঢেউটিন ও ৯০ হাজার টাকা প্রদান করা হয়।