বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ইতিহাসে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে উৎসব মুখর পরিবেশের মাধ্যমে সকল সামাজিক সাংস্কৃতিক , রাজনৈতিক , পেশাজীবী ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রমাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ।
শনিবার (২৫ নভেম্বর ) সকালে জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া’র সভাপতিত্বে চাষাড়াস্থ বিজয় স্তম্ভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে শহরের আনন্দ শোভাযাত্রা বের করে । এ সময় হাতে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে নির্মিত ব্যানার-ফ্যাস্টুন নিয়ে শোভাযাত্রা অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল কলেজ , মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা । তাদের পথ প্রচারণায় উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয় । শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাসদাইল পৌর ওসমানী স্টেডিয়ামে গিয়ে সমাপ্ত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, মহিলা আসনের সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মহানগরের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা পিপি ওয়াজেদ আলী খোকন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ প্রমূখ ।