বিজয় বার্তা ২৪ ডট কম
নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর পক্ষ থেকে সংগঠনটির অর্ন্তভুক্ত সকল রপ্তানিমুখী সকল প্রতিষ্ঠান গুলোর শ্রমিকদের ডাটাবেজ তৈরি হতে যাচ্ছে। সোমবার ২৭ মার্চ দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএ এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে চুক্তি পত্রে স্বাক্ষর করেন বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রনালয়ের নিয়মানুযায়ী বিকেএমইএ একটি প্রতিষ্ঠানের সাথে ডাটাবেজ তৈরি চুক্তি স্বাক্ষর করেন। এর ফলে নীট গার্মেন্টস গুলোতে কর্মরত শ্রমিকদের যাবতীয় তথ্য ডাটাবেজে অর্ন্তভূক্ত করা হবে। ওই ডাটাবেজ থেকে যে কোন শ্রমিকের তথ্য পাওয়া যাবে।
চুক্তি স্বাক্ষরকালে আরো উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, সাবেক সভাপতি মঞ্জুরুল হক, সাবেক সহ সভাপতি(অর্থ) মোহাম্মদ হাতেম, পরিচালক হুমায়ন কবির খান শিল্পী, শ্যামল সাহা, মজিবুর রহমান, উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর নির্বাহী পরিচালক আক্তার হোসেন অপূর্ব, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নাজমুল আলম সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।