বিজয় বার্তা ২৪ ডট কম
৪৪ তম জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী শোক দিবস পালনের অংশ হিসাবে জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা আলহাজ কাউসার আহম্মেদ পলাশ ভাইয়ের নেতৃত্বে শতাধিক ট্রাকসহ হাজারো নেতাকর্মী নিয়ে শোক র্যালি বের করা হয়। শুক্রবার দুপুরে ফতুল্লার পাগলা এলাকা থেকে ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে র্যালিটি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোকর্যালীটি ফতুল্লা থেকে বের হয়ে নগরীর চাষাঢ়া, ২নং রেলগেট, ডিআইটি, নিতাইগঞ্জ ঘুরে নগরীর প্রধান প্রধান সড়ক অতিক্রম করে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। এছাড়া র্যালিতে জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি মোল্লা আবুল কালামসহ অন্যান্যরা।
Discussion about this post