বিজয় বার্তা ২৪ ডট কম
পুণ্যার্থীদের পরিপূর্ন সমাগমে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে সোমবার শুরু হওয়া পুণ্যস্নান আজ মঙ্গলবার শেষ হয়েছে।
মোচনের আশায় প্রতিবছর চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে এখানে স্নান করতে আসেন দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীরা।
তিথিমতে ৩ এপ্রিল বিকেল ৫টা ৪১ মিনিট ৭ সেকেন্ডে মহাষ্টমী স্নানোৎসবের লগ্ন শুরু হয়েছে। ৪ এপ্রিল মঙ্গলবার বেলা ৩টা ৩২ মিনিট ২৭ সেকেন্ডে এ লগ্ন শেষ হয়।
সনাতন ধর্মমতে, পবিত্র নদ ব্রহ্মপুত্রে স্নানমন্ত্র পাঠপূর্বক নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরিতকি, ডাব, আম্রপল্লব ইত্যাদি দিয়ে পিতৃকূলের উদ্দেশ্যে তর্পণ করে ভক্তরা।
লাঙ্গলবন্দ স্নান কমিটি জানান, লাঙ্গলবন্দে এবার ললিত সাধুর ঘাট, অন্নপূর্ণ ঘাট, রাজ ঘাট, কালীগঞ্জ ঘাট, মা কুঁড়ি সাধুর ঘাট, মহাত্মা গান্ধী ঘাট, বড় দেশ্বরী ঘাট, জয়কালি ঘাট, রক্ষাকালী ঘাট, প্রেমতলা ঘাট, চর শ্রীরাম ঘাট, সাবদি ঘাট, বাসনকালী ও জগৎবন্ধু ঘাটে পুণ্যস্নান শান্তিপূর্ন পুণ্যার্থীরা স্নান শেষ করতে পেরেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, স্নান উৎসব সুষ্ঠু করতে এ বছর লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল। সেখানে এক হাজার তিনশ পুলিশ, তিনশ আনসার ও দুইশ স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছিল। ব্রহ্মপুত্র পারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছিল সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নিয়োজিত থাকায় পুণ্যার্থীরা পরিপূর্ন সমাগমে শেষ হয় লাঙ্গলবন্দ পুণ্য স্নান।