বিজয় বার্তা ২৪ ডট কম
মাসদাইর এলাকাবাসী ও নিহত শুভ্র’র পরিবারের উদ্যোগে গার্মেন্টস কর্মকর্তা শাখাওয়াত হোসেন শুভ্র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত করা হয়েছে। রবিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত শুভ্র’র পিতা শাহাদাত হোসেন শিকদার বলেন, পিতার কাঁধে পুত্রের লাশ যে কতটা ভারী, তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। আজ প্রায় সাত মাস হতে চললো আমার ছেলে শুভ্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, অথচ এখনও পর্যন্ত তার সুষ্ঠ তদন্ত সম্পন্ন হলো না। বরং আসামীরা একে একে জামিনে বের হয়ে এসে আমার পরিবারকে নানা ধরনের হুমকি প্রদান করছে। হত্যাকারীদের লাগাতার হুমকিতে পরিবার পরিজন নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। তাই প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা দাবী করছি, পাশাপশি আমার নিরিহ ছেলেটাকে যারা পরিকল্পিতভাবে হত্যা করলো, তাদের ফাঁসি দাবী করছি। যাতে করে আমার মতো আর কোন পিতাকে তার পুত্র হত্যার বিচারের দাবীতে রাস্তায় দাড়াতে না হয়। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নিহত শুভ্র’র স্ত্রী শাকিলা আকতার, চাচা আওলাদ শিকদার, ছোট ভাই সৌরভ, বন্ধু আশরাফ হোসেন রূপক, টিটু, সানি, সারোয়ার, মুন্না, এলাকাবাসী আরিফুল হক ভুট্টো, কাজী সফিকুল হাসান খোকন প্রমূখ।