বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বন্দরের কৃতি সন্তান শুক্কুর মাহমুদের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
মঙ্গলবার ২৮ জানুয়ারী বাদ জোহর শহরের ডিআইটি এলাকায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মরহুমের জানাজায় অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। জানাজা শেষে শুক্কুর মাহমুদের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে বন্দরে দুপুর ১২টায় বিএম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে নবীন বরন ও বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে স্কুলের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হলেও শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বন্দরের কৃতি সন্তান শুক্কুর মাহমুদের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আনন্দ উৎসব স্থগিত করেন এমপি সেলিম ওসমান।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুক্কুর মাহমুদ একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামীলীগের রাজনীতি করে গেছেন। উনি বন্দরের সন্তান হলেও সারা বাংলাদেশের শ্রমিক লীগের নেতৃত্ব দিয়েছেন। এটা বন্দর তথা সারা নারায়ণগঞ্জের জন্য গৌরবের ব্যাপার। সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা সবাই উনার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করবো। তোমরা সকল শিক্ষার্থীরাও উনার জন্য দোয়া করবে।