বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, মানুষ হলে চলবে না, লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে। মানুষের ভালবাসা অর্জন করতে হলে গরীব মানুষকে ভালবাসতে হবে। আর ভালো মানুষ হতে হলে শিক্ষার্থীদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে।
বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শামীম ওসমান বলেন, বাবা-মায়ের পায়ের নীচে সন্তানের বেহেস্ত। কথাটি যেমন সত্য, তেমনি বাবা-মাকে কষ্ট দিয়ে কেউ পরকালে শান্তি পাবে না এ কথাটিও সত্য। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এস, এম কামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া,নারায়ণগঞ্জ মহনগর আওয়ামীলীগ সদস্য বদিউজ্জামান বদু, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ, নাসিক ৭৮ও ৯নং ওর্য়াড সংরক্ষিত নারী কাউন্সলর রেহেনা পারভীন, ৯নং ওর্য়াড আত্তয়ামীলীগের সভাপতি আনোয়ার মাস্টার, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,আলহাজ্ব মজিবুর রহমান প্রধান, রেজাউল করিম কুদরত, জাকির হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম,আতাউর রহমান, মোশারফ হোসেন, কামরুন নেছাসহ কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকাবৃন্দ।
