বিজয় বার্তা ২৪ ডট কম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহা পরিচালক প্রফেসর ড: এস.এম ওয়াহিদুজ্জামান শিক্ষকদের সকল দাবি পূরনের আশ^াস প্রদান করেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউসে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলার নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাতের সময় তিনি এ আশ^াস প্রদান করেন।
এ সময়ে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ব্রজেন্দ্র নাথ সরকার ্ও সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে মহা-পরিচালকের নিকট মাধ্যমিক পর্যায়ের সকল এমপিওভুক্ত বিদ্যালয় জাতীয়করণ, ৫ ভাগ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদান, বেসরকারী শিক্ষক কর্মচারীদের কল্যান ট্রাষ্ট ও অবসর ভাতা দ্রুত প্রদান করার ব্যবস্থাকরণ, বিদ্যালয়ে শর্ত সাপেক্ষে যে সকল শাখা খোলা হয়েছে তা উম্মুক্ত করে এমপিও ভুক্তির ব্যবস্থাকরণ, বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরীর বয়সসীমা বৃদ্ধি করনের দাবী উপস্থাপন করেন।