বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সাংসদ শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। অতএব সে আমার এলাকার ভোটার। তাই আমি অবশ্যই ভোট চাইতে তার কাছে যাবো।
শনিবার শহরের দেওভোগ আইভীর বাস ভবনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মনোনীত হওয়ায় পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেনম, আওয়ামীলীগের দল একটাই সেটি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার দল। আর কোন ভাগ নেই। নির্বাচনের আগে অনেক কিছু হয়। যেহেতু আওয়ামীলীগ মনোনয়ন দিয়েছেন তিনি যাকে ভাল মনে করেছেন তাকেই দলীয় সমর্থন দিয়েছেন সেহেতু সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি প্রত্যাশা করছি নৌকা প্রতিক জয়ী করতে শামীম ওসমানের আমার পক্ষে কাজ করবেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ একটাই সেটি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার আওয়ামীলীগ। আর কোন ভাগ নেই। নির্বাচনের আগে অনেক কিছু হয়। যেহেতু আওয়ামীলীগ মনোনয়ন দিয়েছেন তিনি যাকে ভাল মনে করেছেন তাকেই দলীয় সমর্থন দিয়েছেন সেহেতু সবাইকে একসাথে কাজ করতে হবে।
শামীম ওসমান প্রসঙ্গে তিনি বলেন, শামীম ওসমান সে আমার ভোটার আমি অবশ্যই ভোট চাইতে তার কাছে যাবো । প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি দলের হয়ে অবশ্যই আমার জন্য কাজ করবেন।
তিনি আরো বলেন, আমি দলের বাহিরে কোন কাজ করি নাই । পনের আগষ্ট জাতীয় শোক দিবস ও বিভিন্ন দিবস পালন করেছি । দলীয় সকল কার্যক্রম পালন করেছি।
তিনি আরো বলেন, দল মত নির্বিশেষে নারায়ণগঞ্জবাসীর যে প্রত্যাশা ছিল তা পূরন হয়েছে তারা এখন অনেক আনন্দিত। আমাকে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ এর দলীয় সমর্থিত নৌকা প্রতিক দেওয়ায় আওয়ামীলীগ এর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের সবাইকে নারায়ণগঞ্জবাসী এবং আলী আহমদ চুনকা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তৃণমূলের প্রতি আমার কোন বিভেদ বা রাগ নেই। আওয়ামীলীগ একটি বড় হল। বাংলাদেশ সব জায়গাই কমবেশি দ্ধন্ধ হয়েছে। আমি জানি না কেন তৃণমূলের মতামতের ভিত্তিতে আমার নাম গেল না। আমি নিজে মনোনয়ন পত্র জমা দিয়েছি মনোনয়ন বোর্ডের কাছে। এত বিষয়ে আমার কোন রাগ বা অভিমান নেই। তৃণমূল নেতাকর্মীরা আমার সাথে কাজ করবে এটাই আমার চাওয়া।