বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে আদালতপাড়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারের কাছ থেকে ছোট ভাই আবদারে সালামী নিয়েছেন।
ম
দুপুর আড়াইটার দিকে আদালতপাড়ায় তৈমূর আলমকে দেখে হাত বাড়ান শামীম ওসমান। তৈমূরও হাত বাড়িয়ে হাতে হাত মেলান।
এসময় শামীম ওসমান হাসিরচ্ছলে বলেন, (তৈমূর)বড় ভাই আমার সালামী টা কই। প্রতিবারই তো আপনি আমাকে সালামী দেন।এইবারের টা কই।পক্ষান্তরে এড. তৈমূর আলম খন্দকার বলেন, তুমি আমার ছোট ভাই। সবসময়ই তো তোমারে আমি সালামী দেই আজকেও তোমাবে ফিরাবো না।আজকেও নাও।তখন এড.তৈমূর শামীম ওসমানের হাতে এক হাজার টাকা তুলে দেন।
এ সময় হাসতে হাসতে শামীম ওসমান তৈমূর আলম খন্দকারকে আরো বলেন, ‘আপনারে তো দালাল দালাল কইতে কইতে শেষ কইরা লাইছে। এখন তো আপনি অ্যারেস্ট হইছেন। এখন তো আর কইব না।’
এরপর দুই নেতা কোলাকুলি করেন। তখন পাশ থেকে কেউ বলেন ওঠেন, ‘একটা তালি হবে, একটা তালি হবে।’
তৈমূর আলম খন্দকার সংসদ সদস্য শামীম ওসমানকে বলেন, ‘তুমি ভালো আছ?’
এ কথা শুনে হেসে ওঠেন দুই দলের নেতাকর্মীরা।
শামীম ওসমান টাকাটি পকেটে ঢুকিয়ে হাসতে হাসতে সামনে চলে যান।
তৈমূর আলম খন্দকারও হাসতে হাসতে অন্যদিকে চলে যান।