বিজয় বার্তা ২৪ ডটকম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা অনির্বাণ শিল্পী গোষ্ঠীর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সভাপতি হাসান ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি বাবু জয়ন্ত আচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি , ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি বাবু চন্দন শীল, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ দপ্তর সম্পাদক শেখ বোরহান উদ্দিন বাবু, বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীত পরিচালক ফজলুল হক খোকন , বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ পূর্ণবাসন সংস্থার উপদেষ্টা তানিয়া সুলতানা হ্যাপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা হামিদ বাপ্পী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪,৫,৬ নং ওয়াড কাউন্সিলর মনোয়ারা বেগম, খোকা শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. মাহাবুব হোসেন প্রমুখ ।
পরে অনির্বাণ শিল্পী গোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।