বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে জেলা তথ্য অফিস এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস এর আয়োজনে বঙ্গবন্ধু কে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী পরিচালনা করেন জেলা তথ্য অফিস এর সিনিয়র অপারেটের মো. জাহাঙ্গীর আলম।
এ সময়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দান এর ভাষণ দেশ ও দেশের মানুষের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান তা তুল ধরেন। শত শত মানুষ ভিড় করে শেখ মুজিবুর রহমান কে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনীটি উপভোগ করেন।
