বিজয় বার্তা ২৪ ডট কম
শহীদ জিয়া আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা যুবদলের অন্যতম নেতা ও জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক একেএম ওমর ফারুক ।
শহীদ জিয়া আইনজীবী পরিষদের সাধারণ সভায় সভাপতি এড. আবু ইউসুফ সরকার ও সাধারণ সম্পাদক এড. মাকছুদুর রহমান তরফদার মিলন সর্ব সম্মতিক্রমে শহীদ জিয়া আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড. একেএম ওমর ফারুক নয়ন কে কো- আপ হিসেবে নির্বাচিত করা হয় ।
এ সময় একেএম ওমর ফারুক নয়ন শহীদ জিয়া আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি আল্লাহর পাকের নিকট শুকরিয়া আদায় করে বলেন আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের পাশে থাকতে চাই । বর্তমান সরকারের হামলা মামলার শিকার সেই সব নেতাকর্মীরা তাদের কে আইনি ব্যবস্থার সহায়তা প্রদান করা আমার একান্ত কর্তব্য । আর আমাদের সবার একটাই দায়িত্ব বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দিদের কে কারাগার থেকে জামিনে মুক্ত করা । অতীতের মত বিএনপির যেকোনো আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন ।
নেতাকর্মীরা জানান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক একেএম ওমর ফারুক নয়ন একজন দলের জন নিবেদিত প্রান। সাত খুনের মামলায় তিনি সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সাথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । বিগত সময় থেকে তিনি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় তিনি আইনি সহায়তা করে আসছেন । বর্তমানে সেই আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। তাই শহীদ জিয়া আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটিতে তরুণ এই আইনজীবীকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করায় সাধারণ আইনজীবীরা ও নেতাকর্মীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।