বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে হত্যা, ডাকাতি সহ একাধিক মামলার আসামী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাবেদ ব্যাপারীসহ ৩ জনকে ২শ’ বোতল ফেন্সিডিল ও ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত শহরের আল আমিন নগর থেকে জাবেদ ব্যাপারী ও হৃদয় হোসেনকে ও ফতুল্লার ধর্মগঞ্জ থেকে সালমান আহম্মেদ নামের ঐ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়ান্দা পুলিশ(ডিবি)
গ্রেফতারকৃত জাবেদ ব্যাপারী (৩৭) সৈয়দপুর আলামিন নগরের মৃত খালেক ব্যাপারীর ছেলে, হৃদয় হোসেন (২২) একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং সালমান আহম্মেদ (৩৩) ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার নাছির উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে ডিবির এসআই আরিফ ও শহিদুল জানান, শুক্রবার রাতে এসপি হারুন স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ২শ’ বোতল ফেন্সিডিল ও ১ হাজার পিস ইয়াবা সহ জাবেদ ব্যাপারী ও হৃদয় হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যে ভিত্তিতে ফতুল্লার ধর্মগঞ্জ থেকে মাদক ব্যবসায়ী সালমান আহম্মেদকেও গ্রেফতার করা হয়।