বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হকের নির্দেশে ছাত্রলীগ নেতা সৈয়দ মোঃ শাওনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। রবিবার ১৯ জুলাই বিকালে পোস্টঅফিস রোডস্থ পশু হাসপাতালে ফলজ, ভেষজ বৃক্ষরোপন করা হয়।
ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সৈয়দ মোঃ শাওন বলেন, বৃক্ষ আমাদের বেঁচে থাকার অবলম্বন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ভালো রাখতে দিনভর কাজ করছেন। তাইতো আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে তিনি প্রত্যেক নেতা-কর্মীদের বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছে। আমরা তার সকল পদক্ষেপকে সাধুবাদ জানাই। আসলে যে পরিমানে বৃক্ষ নিধন হচ্ছে সে পরিমানে বৃক্ষ রোপন হচ্ছে না। তাই নতুন প্রজন্মরে জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। আমরা এতো পরিমানে বৃক্ষরোপন করবো বিশ্ববাসী আমাদের গাছ দেখে অবাক হয়ে যায়। তারা যেন ঈর্ষান্বিত হয়। ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের জন্য সবসময় দোয়া করে যায়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা সৈয়দ মোঃ মুন্না, তৌকির আহমেদ, সানী, আমীন, ইমন, শান্ত, তানিম, হাসান, মামুন, হানিফ, ডাক্তার মতিন প্রমুখ।