বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা ও তার সহধর্মিনী মিসেস শামীম আরাকে নারায়ণগঞ্জ লেডিস ক্লাব ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ লেডিস ক্লাব ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা আকসী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইউএনও আফরোজা আকতার চৌধুরী, ফতুল্লা এসিল্যান্ড নাহিদা বারিক, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি লোকসানা খবির, অধ্যাপক ড. শিরীন বেগম, নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদ এর সভানেত্রী লক্ষী চক্রবর্তী, সাধারণ সম্পাদক হাসিনা পারভীন, সহ সভাপতি রাশিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক প্রীতি কনা দাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোশন আরা বেগম, লিগ্যাল শাহানারা বেগম, সদস্য রাশিদা বেগম প্রমুখ।
