স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
অবৈধ সরকারের মন্ত্রী-এমপিরা যাতে বেশি বেশি লুটপাট করে পকেট ভরতে পারে সেই বাজেট ঘোষণা করেছে বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যে সরকারের কোনো বৈধতা নেই সেই সরকার আবার কিসের বাজেট ঘোষণা করছে। অবৈধ সরকারের মন্ত্রী-এমপিরা যাতে বেশি বেশি লুটপাট করে পকেট ভরতে পারে সেই বাজেট ঘোষণা করেছে।
স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিকদল এ আলোচনাসভার আয়োজন করেছে।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজর“ল ইসলাম খান, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুর“ল ইসলাম নাসিম, সহ সভাপতি মেহেদী আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর করিম মজুমদারসহ শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।