বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিলের শেয়ার হোল্ডার স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ১১ বছর সংগ্রাম করেও কোন সমাধান না পেয়ে চলে গেলেন না ফেরার দেশে। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মাগরিব নামাজের পর তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহ রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখেযান। জাহাঙ্গীর আলম লক্ষ্মী নারায়ণ কটন মিলের শেয়ার হোল্ডার। তিনি লক্ষ্মী নারায়ণ কটন মিলটি ভুমি দস্যুরে হাত থেকে রক্ষা করার জন্য ২০১১ সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ ১১ বছর শেয়ার হোল্ডার স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি গঠন করে আন্দোলন করে আসছিলেন। আন্দোলন সংগ্রাম করেও কোন সমাধান না পেয়েই জীবনের সমাপ্তি ঘটালেন তিনি।