বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে লকডাউন ও সামাজিক দূরত্ব বাস্তবায়ন করতে নগরীর চাষাঢ়ায় চেকপোস্ট বসিয়ে সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী ভ্রম্যমান আদালত পরিচালনা করেছে র্যাব।
এসময় লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করায় বিভিন্নজনের বিরুদ্ধে ২৩টি মামলা দায়েরসহ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে র্যাবের ভ্রাম্যমান আদালত। পাশাপাশি কয়েকটি বেকারির দোকানের বিক্রেতারা মাস্ক ও গ্লাভস ব্যবহার না করে পণ্য বিক্রি করাসহ টাকা লেনদেন করায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়।
র্যাব সদর দফতরের নির্বাহি ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু জানান, লকডাউন বাস্তবায়ন করতে চেকপোস্ট বসিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। রাস্তায় চলাচলকারি মানুষদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যারা উপযুক্ত জবাব দিতে পেরেছেন তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। আর যারা একেবারেই বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন এবং যুক্তিসঙ্গত কারণ ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আর্থিক জরিমানা করা হয়েছে।
তিনি জানান, খাবারের দোকানে অবাধে টাকা লেনদেনের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়। কয়েকটি বেকারির দোকানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার না করাসহ এই ধরণের কাজ করতে দেখা গেছে। তাদেরকেও জরিমানা করা হয়েছে। মানুষকে সচেতন হওয়াসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহবান জানান তিনি।
র্যাব-১১ সিনিয়র সহকারি পরিচালক মো: জসিম উদ্দিন জানান, নারায়ণগঞ্জ করোনা ঝুঁকির জেলা হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। এ কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে। এরপরেও অনেকে সরকারের আদেশ অমান্য করায় তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।