বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চাঁন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দুপুরে উপজলোর তারাব বিশ্ব রোড ট্রাক স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার তার কাছ থেকে চাঁদাবাজির ৮ হাজার ৯’শ ১০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জসিম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপস্থিত স্বাক্ষী, ভুক্তভোগী ট্রাক চালক ও গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাব বিশ্ব রোড এলাকায় ট্রাক স্ট্যান্ডে ট্রাক চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতি মাসে প্রতি ট্রাক থেকে পনের শত টাকা থেকে দুই হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছে। এসময় উক্ত এলাকায় ট্রাক স্ট্যান্ডে ট্রাক থেকে চাঁদা আদায়কালে মোঃ মরন চাঁন মিয়া’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে চাঁদাবাজির নগদ ৮,৯১০/- টাকা জব্দ করা হয়। আরো জানায়, গ্রেফতারকৃত আসামী পরস্পর যোগসাজশে উল্লিখিত যানবাহনের চালকদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।