বিজয় বার্তা ২৪ ডট কম
নরসিংদীর পলাশ থানার ডাংগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ আজাহার খন্দকার নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলিসহ একটি ভরা ম্যাগাজিন, একটি ধারালো কিরিস, দুটি চাইনিজ কুড়াল, একটি হাইসা ও পাঁচটি রাম দা।
আটক আজাহার খন্দকার নরসিংদী জেলার পলাশ থানার ডাংগা এলাকার বাসিন্দা।
সোমবার দুপুরে র্যাব ১১’র প্রধান কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক আজাহার খন্দকার দীর্ঘদিন ধরে পলাশ থানার ডাংগা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে জিম্মি করে রেখেছে। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে মানুষ কথা বলার এবং এর প্রতিকার চাওয়ার সাহস পেতো না। আজাহার সরাসরি অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করতো।
এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে, দীর্ঘদিন ধরে র্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর নজরদারি চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Discussion about this post