বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে পৃথক অভিযানে মাদকসহ চারজনকে আটক করেছে র্যাব।
রোববার সকালে ১৮ হাজার ইয়াবা, সাড়ে আট কেজি গাঁজা ও ৬৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।
সোনারগাঁয়ে আটকরা হলেন, মহিবুল ইসলাম ও হাসিবুর রহমান বাদল। তাদের গাঁজা ও ফেনসিডিলসহ আটক করা হয়। এর আগে ভোরে বন্দরে ইয়াবাসহ আটক হন, টিপু মুন্সি ও নাঈম মুন্সি।
র্যাব-১১ এর অতিরিক্ত এসপি মো. জসিম উদ্দিন চৌধুরী ও আলেপ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।