বিজয় বার্তা ২৪ ডট কম
মিয়ানমার সেনাবাহিনী দ্বারা রোহিঙ্গা গনহত্যার আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন ।
শনিবার ( ২৮ অক্টোবর ) সংগঠনটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সামনে মানববন্ধন কর্মসূচি শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে । বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সভাপতি মন্ডলীর সদস্য মনির হোসেন, সেলিম হোসেন, আহমদ আলী বেপাড়ী, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন , সাংগঠনিক রমজানুল রশিদ, সহ সাংগঠনিক মাকিত মোস্তাকিম শিপলু প্রমুখ ।