বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। এই জেলায় করোনায় মোট মৃত্যু হল ৮ জনের। এ পর্যন্ত নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬। যার মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৫। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, নারায়ণগঞ্জে প্রতিনিয়তই মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা সর্বোচ্চ চেষ্ঠা চালিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা দয়া করে বাসা থেকে বের হবেন না এবং বাসায় থাকুন। নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন এবং মাস্ক ব্যবহার করুন।
এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের দিক দিয়ে ঢাকার পর এই নারায়ণগঞ্জের অবস্থান । তাই এ জেলায় চলছে লকডাউন। জেলার সবগুলো প্রবেশদ্বারে চেক পোস্ট সব বন্ধ করে দেওয়া হলেও নানা অজুহাতে বাইরে বেরিয়ে আসছে মানুষ। এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ শহর সহ বিভিন্ন এলাকায় আইনশৃংখলাবাহিনীকে কঠোর অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে আইইডিসিআর নারায়ণগঞ্জকে ক্লাষ্টার ও রেড জোন হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়া নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে তারা জানিয়েছে। অপরদিকে শিল্পনগরী নারায়ণগঞ্জ ডেঞ্জারজোন হওয়ায় এবং মৃত্য ও আক্রান্তের সংখ্যা বাড়ায় এই জেলায় ল্যাব টেষ্ট স্থাপনের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান সহ সচেতন মহল।