বিজয় বার্তা ২৪ ডট কম
ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ জুন মুক্তি পায় সালমান খান অভিনীত সিনেমা রেস-থ্রি। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে বক্স অফিসে শুরুটা ভালোই করে সিনেমাটি। প্রথমদিনে তুলে নেয় ২৯.১৭ কোটি রুপি, যা চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাগুলোর প্রথমদিনের আয়ের দিক থেকে সর্বোচ্চ।
এদিকে আজ শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা সাঞ্জু। অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।
ভারতে প্রায় চার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত সাঞ্জু। প্রেক্ষাগৃহের সংখ্যার দিক থেকে রেস-থ্রি সিনেমার পরেই এটির অবস্থান। বক্স অফিস বিশ্লষকরা ধারণা করছেন, রেস-থ্রি সিনেমার প্রথমদিনের আয়ের রেকর্ড পেছনে ফেলতে পারে সাঞ্জু।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘পুরো ভারতের মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রীম টিকিটের অভূতপূর্ব সাড়া মিলেছে। দর্শকরা রাজকুমার হিরানির সিনেমার জন্য অপেক্ষা করছিলেন। তার ব্লকবাস্টার সিনেমা নির্মাণের রেকর্ড রয়েছে। প্রায় চার বছর পর তার সিনেমা মুক্তি পাচ্ছে। আর দর্শক সঞ্জয় দত্তের জীবনের গল্প পর্দায় দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। শুক্রবার হওয়া সত্বেও এটি বক্স অফিসে ভালো ব্যবসা করবে বলে ধারণা করা হচ্ছে।’
ফক্স স্টার স্টুডিওর সঙ্গে সাঞ্জু সিনেমাটির প্রযোজনায় আছেন বিধু বিনোদ চোপড়া। রণবীর কাপুর ছাড়াও এ সিনেমাতে আরো অভিনয় করেছেন দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, মনীষা কৈরালা, পরেশ রাওয়াল প্রমুখ।