বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের রেলওয়ে কলোনীতে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
দুপুরে সদর মডেল থানাধীন রেলওয়ে কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ নুরুল হক (৫৫) নামীয় একজন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা।
র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ নুরুল হক নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নতুন জিমখানা রেলওয়ে কলোনী এলাকার মৃত কালু বেপারীর ছেলে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।