বিজয় বার্তা ২৪ ডট কম
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নারায়ণগঞ্জকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে আইইডিসিআর। লকডাউন ঘোষনা করা হয়েছে পুরো নারায়ণগঞ্জকে। এরপরও তা মানছেন না জনসাধারণ। শহরের পাড়া মহল্লাগুলোতে কেউ কেউ প্রয়োজনে বের হলেও অধিকাংশ মানুষকেই ঘুরে বেড়াতে ও আড্ডা দিতে দেখা যাচ্ছে। এ পর্যন্ত এই জেলায় মৃত্যের সংখ্যা দাড়িয়েছে ৮ জনে এবং আক্রান্ত হয়েছে ৮৩ জন। ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এই জেলার মৃত ও আক্রান্তের। ইতিমধ্যেই মৃত ও আক্রান্তের বাড়িগুলো লকডাউন করে দিয়েছে প্রশাসন। তবে এদের মধ্য অনেক পরিবারের সদস্যদের অভিযোগ রয়েছে তারা ঠিকমত চিকিৎসা সেবা পাচ্ছেননা। এদিকে করোনা চিকিৎসার জন্য খানপুর হাসপাতালকে তৈর করা হচ্ছে বলা জানিয়েছে স্বাস্খ্য বিভাগ। এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ সহ আরো দুইজন চিকিৎসকও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে নারায়ণগঞ্জ খাদ্য সরবরাহ ও পোশাক সরবরাহের ব্যবসায়িক কেন্দ্র হওয়ায় এখানে বহু জেলার মানুষের আনাগোনা রয়েছে। যার কারনে তাদের সংস্পর্শে এসে কারোনায় আক্রান্ত হচ্ছে বহু মানুষ।
খাদ্য সরবরাহের এই জেলা থেকে বাংলাদেশের সব জেলায় খাদ্য নেওয়া হয়। অথচ এই জেলাবাসীকে ঠিক মত বাজার মনিটরিং না থাকায় নিত্যপ্রয়োজনী পন্য কিনতে হয় অধিক মূল্যে। তাই নিত্য প্রয়োজনীয় পন্যের সঠিক নির্ধারনে ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে নারায়ণগঞ্জবাসী।