বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন ও তার স্ত্রী ইলা রহমান সহ পরিবারের আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকার ঘোষিত লকডাউন ঘোষণার পর থেকে করোনা পরিস্থিতিতে বিপাকে থাকা পরিবারের মাঝে করোনা পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর নির্দেশনায় তারাব পৌরসভার বিভিন্ন এলাকা সহ উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সম্প্রতি করোনা টেস্ট করালে চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানান শাহিন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে জনগনের সেবা করতে পারেন।