বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ হাজার ৬’শ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১এর কোম্পানি ৩এর সদস্যরা। বুধবার বিকালে উপজেলার কাঞ্চনপৌর ব্রিজ এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা নয় হাজার ৮’শ টাকা, দুটি মোবাইল, দুটি সিমকার্ড এবং মাদক প্রাচারে ব্যবহৃত ট্রাকটি আটক করা হয়।
আটককৃতরা হলো, রংপুরের পীরগঞ্জ থানার শ্রীরামপুর এলাকার মৃত.সামছুল হক সরকারের ছেলে সোহাগ (৩০) এবং মৃত.তোফাজ্জল হোসেনের ছেলে সামসুল হক (৪০)।
র্যাব-১এর সিপিসি ৩ এর মেজর আব্দুল্লাহ আল-মেহেদি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে বুধবার বিকালে কাঞ্চন ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে র্যাব-১এর সদস্যরা। পরে পুর্বের তথ্যানুসারে মাদক প্রাচারে ব্যবহৃত (ঢাকা মেট্রো-ট-১৮-১৪৮৭ সিরিয়াল) ট্রাকটি গতিরোধ করে ট্রাকের ড্রাইবার ও হেলপারকে আটক করে। পরে আটককৃতদের দেয়া তথ্য অনুসারে ড্রাইবারের সিটের নিচ থেকে ৯ হাজার ৬’শ পিছ ইয়াবা উদ্ধার করে। এসময় তাদের সঙ্গে থাকা ৯হাজার ৮’শ টাকা, দুটি মোবাইল-দুটি সিমকার্ড এবং মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটি আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।