বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘরের চালা কেটে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ব্যাংকের বুথ কার্ড সহ ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুদর্ষ ডাকাত দল। গত রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পিঠাঘুড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিখা বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকেন। তাই তার এক মাত্র সন্তানকে নিয়ে তিনি শ্বশুড়বাড়ি পিঠাঘুড়িতে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি তার মেয়েকে নিয়ে পাশের গ্রাম হাটাবো চাঁদের টেক এলাকায় বাপের বাড়ি বেড়াতে যান। আজ সকালে বাড়ি ফিরে দেখেন তাদের বসতঘরের টিনের চালা কেটে ঘরে ঢুকে সুকেজ ও আলমারীর তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ব্যাংকের বুথ কার্ড সহ ৩ লক্ষ টাকার মালামাল লুটে নেয় দুদর্ষ ডাকাতের দল। দুপুরে ব্যাংকের ওই বুথ কার্ড থেকে প্রায় অর্ধলক্ষ টাকা তুলে নেয় ডাকাত সদস্যরা। এ ঘটনায় তিনি বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ।