বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে ওসমান (৪৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত ওসমান চরপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। নিহতের চাচাতো ভাই জ্বর সর্দি কাশিসহ বেশ কয়েকটি করোনার উপসর্গ নিয়ে ২-৩ দিন ধরে অসুস্থ রয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, নিহত ওসমান স্থানীয় একটি জুটমিলে কাজ করতো। সমগ্র দেশ লকডাউন থাকায় কয়েকদিন ধরে এলাকায় মাটি কাটার কাজ করছিলো। গত পাঁচ সাতদিন যাবৎ তার শরীরে জ্বর, সর্দি, কাশি দেখা দেয়। পরে শুক্রবার সকালে তার নিজ বাড়িতে মুত্যু হয়। নিহতের পরিবার বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও এলাকায় নিহতের খবরটি ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্যকর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে বিষয়টি জানায়। পরে দুইজন হেলথ এসিস্টেন্ট ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং নমুনা সংগ্রহের পর পরিক্ষার জন্য যে খরচ লাগবে তা নিহতের পরিবারকে বহন করার কথা বলে। স্থানীয়দের অভিযোগ টাকা না পেয়ে নমুনা সংগ্রহ করেনি উপজেলা স্বাস্থকমপ্লেক্সের ডাক্তাররা। পরে নিহতের পরিবারকে দ্রুত মরদেহ দাফন করার নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় লোকজনের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনেকবার ফোন দিলেও ওনি ফোন রিসিভ করেননা। এদিকে নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন একই উপসর্গ নিয়ে কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুন জানান, নিহত ওসমানের নমুনা সংগ্রহ করা হয়নি। দেখি আগামীকাল তার ভাইয়ের নমুনা সংগ্রহ করব। নমুনা সংগ্রহের জন্য টাকা চাওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আরো কয়েকজন আমাকে এ বিষয়টি বলেছে। আগামীকাল আমি তদন্তের জন্য লোক পাঠাবো।