মোঃ রুবেল শিকদার,বিজয় বার্তা ২৪ ডট কম
চলতি মাসের শেষে আগামী ৩১ শে জানুয়ারী নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসছেন বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। শুক্রবার বাদ জুম্মা তারাব পৌরসভার আড়িয়াব এলাকার এসিএস টেক্সটাইল মিলের পশ্চিম পাশে মাতুয়াইল ব্রিকসে বায়তুল্লাহ জামে মসজিদ (বরপা) এর উদ্বোধন ও ওয়াজ মাহফিলে অংশ গ্রহণ করবেন তিনি। শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ রমজান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতিক)। এ সময় আরো উপস্থিত থাকবেন, সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী আবুল কালাম আজাদ, পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আজিজুল হক আরজু, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মোল্লা, লেখক, কলামিস্ট ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম,বিশিষ্ট শিল্পপতি লায়ন মোজাম্মেল হক ভূইয়া, সাপ্তাহিক রূপকন্ঠের সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দীন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, দবির উদ্দিন ভূইয়া, সোহরাব হোসেন বাবু, মঞ্জুরুল ইসলাম ভূইয়া মোকলেসুর রহমান ভূইয়া, সাংবাদিক ছাত্তার আলী সোহেল, আব্দুল হান্নান সাউদ, জাকারিয়া মোল্লা সহ অনেকে। এ সময় লাইফ এইড হসপিটালের সৌজন্যে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হবে।