বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব মোড় এলাকার শাহচন্দ্রপুরী রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করে নারী পাচারকারী ছয় সদস্যকে আটক করেছে র্যাব-১১ এর সদস্যরা। এসময় বিপুল পরিমাণ পাসপোর্ট ও বিমান টিকেটসহ চার তরুণীকে উদ্ধার করা হয়। রোববার বিকেলে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটকৃতরা হলো, ময়মনসিংহ জেলার ধুপাউড়া থানা এলাকার অনিক হোসেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার আক্তার হোসেন, চাঁদপুর জেলার কচুয়া থানার আফতাউল ইসলাম ওরফে পারভেজ, নোয়াখালী জেলার চাটখিল থানার মনির হোসেন ওরফে সোহাগ, কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকার আব্দুল হান্নান, মাদারিপুর জেলার সদর থানা এলাকার আকাশ। এদের মধ্যে মনির হোসেন ওরফে সোহাগ ও আব্দুল হান্নান দুবাইয়ে ডান্সক্লাবের মালিক। এছাড়া আকাশ ট্রাভেল এজেন্সির মালিক এবং আফতাউল ইসলাম পাসপোর্ট প্রস্তুতকারী দালাল। অনিক হোসেন ও আক্তার হোসেন তরুণী সংগ্রহকারী এজেন্ট।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ নভেম্বর রাতে রূপগঞ্জ উপজেলার তারাব মোড় এলাকার শাহচন্দ্রপুরী রেষ্টুরেন্টে চার তরুনীকে পাচারের উদ্দেশ্যে একদল পাচারকারী অবস্থান করছিলো বলে র্যাবের কাছে সংবাদ ছিলো। পরে র্যাব-১১ এর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে চার তরণীকে উদ্ধারসহ ওই ছয় পাচারকারীকে গ্রেফতার করে। এসময় পাচারকারীদের কাছ থেকে ৭০টি পাসপোর্ট, নগদ এক লাখ ৫৮ হাজার টাকা, ২০০টি পাসপোর্টের ফটোকপি, ৫০টি বিমান টিকেট, ৫০টি টুরিস্ট ভিসার ফটোকপি, ১টি সিপিইউ, ১টি মনিটর ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
র্যাব আরো উল্লেখ করে গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক পাচারকারী। তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুণীকে উচ্চ বেতনে বিদেশে চাকুরির প্রলোভন দেখিয়ে পাচার করে আসছে। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে তরুণীদের গৃহবন্দি করে রাখতো।