বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটো চালক মজর উদ্দিন (৪৫) হত্যার মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে রাজধানী ঢাকার বেরাইত এলাকা থেকে ওই তিন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার কাকড়াবুনিয়া থানার সুলতান হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (২৭), ঝালকাঠি জেলার সদর থানার রামচন্দ্রপুর এলাকার মৃত মুন্সুর আলীর ছেলে মিলন মিয়া (৩৫) ও রূপগঞ্জ উপজেলার মৃত অয়নব আলীর ছেলে তারা মিয়া (৩৫)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গত সোমবার গভীর রাতে গোপন সংবাদে ভিত্তিতে রাজধানীর বেরাইত এলাকা থেকে অটো চালক মজর উদ্দিন (৪৫) হত্যার মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এসময় মজর উদ্দিনের কাছ থেকে ছিনতাইকৃত অটো রিক্সাটিও উদ্ধার করেছে পুলিশ।
এর আগে, এ বছরের গত ১১ জানুয়ারী নিখোঁজের দুই দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালক মজরউদ্দিন (৪৫) এর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। পুর্বাচল উপশহরের ২নং সেক্টরের ১নং প্লটের পরশি এলাকার সবজি বাগান থেকে ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। অটোরিকশা চালক মজরউদ্দিন উপজেলার বাগবেড় টিনর এলাকার আপতুর উদ্দিনের ছেলে।