বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়াণগঞ্জে শ্রীলংকান নাগরিক এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ফতুল্লা থানার রূপায়ন টাউনের ১১ নম্বর বিল্ডিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রেবেকা অধিকারিনী কুনচুঙ্গা নামের একটি বায়িং হাউসের মার্চেন্ডাইজার ছিলেন। তিনি শ্রীলঙ্কার নাগরিক।
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।