বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক কাজে ব্যবহৃত, নছিমন জব্দ উদ্ধার করা হয়।
দুপুরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা সাকিনস্থ নিউজিল্যান্ড ডেইলী ফ্যাক্টরীর সামনে সিলেট টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার কুইয়াপানিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শফিক মিয়া ও
ধর্মপুর গ্রামের হাসান পাঠানের ছেলে মোঃ আরিফ পাঠান (২৪)।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার নিশাত তাবাসসুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৩২ (বঁত্রিশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দেয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নছিমনে করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে জানায়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১। শফিক মিয়া (২৫), ২। মোঃ আরিফ পাঠান (২৪) ৩। মোঃ রমজান (২৩) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা নছিমনের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।