বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ইতি আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বরপা শান্তিনগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইতি আক্তার ঢাকা জেলার মুগদা মানিক নগর এলাকার বাবুল মিয়ার মেয়ে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ইতি আক্তার দীর্ঘদিন ধরে বরপা শান্তিনগড় এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার সকালে শান্তিনগড় এলাকায় ইয়াবা বেচা-কেনার সময় ১০০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।