বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লকডাউনের নিয়মনীতি অমান্য করে মোটর সাইকেল চালানোর দায়ে সিয়াম (২১) নামে এক যুবকে আটক করেছে পুলিশ। সে ভক্তবাড়ি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের হাবিবনগড় এলাকায় এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রূপগঞ্জ ইউনিয়নে লকডাউন চলছে। সকালে এস আই সোহেল সিদ্দিক সহ ৩জন পুলিশ হাবিবনগড় এলাকায় লকডাউনের ডিউটি পালন কর আসছিলো।
এসময় একটি মোটর সাইকেল ভক্তবাড়ি হয়ে ব্যপরোয়া গতিতে কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছিলো। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়িটির গতিরোধ করতে চাইলে গাড়ির চালাক পালিয়ে যেতে চেষ্টা করে। এতে বাঁধা দিলে মোটর সাইকেল আরোহীরা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এ ঘটনায় সিয়াম নামে এক জনকে আটক করা হয়েছে এবং ৩ জনকে নামীয় ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করে মামলা পক্রিয়াধীন রয়েছে।