বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সুজন ও ৫ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বরপা, নাওরা, পবনকুল, চণপাড়া ও গুতিয়াবো এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুজন বরপা কবরস্থান এলাকার মোবারক হোসেনের ছেলে।
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীরা হলো- আব্দুল কাদিরের ছেলে নুরুল আমিন, নাওরা এলাকার মোক্তার হোসেনের ছেলে তাজেল, গুতিয়াবো এলাকার তাহের আলীর ছেলে রবিউল্লাহ, পবনকুল এলাকার আফাজউদ্দিনের ছেলে আব্দুল হাই, চণপাড়া এলাকার লাল শরিফের ছেলে সুমন। এদের বিরুদ্ধে মাদক ও মারামারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন রফিকুল হক জানান, রোববার রাতে রূপগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৫২ পিছ ইয়াবাসহ সুজন মিয়াকে গ্রেফতার করা হয়।