বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ওই উপজেলার কায়েতপাড়া ইউপির চনপাড়ায় এ ঘটনা ঘটে।
আসামি মোস্তফা তিনটি হত্যাসহ ডজনখানেক মামলার আসামি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় চনপাড়া থেকে মোস্তফাকে গ্রেফতার করে গাড়িতে তোলেন রূপগঞ্জ থানার এসআই সোহরাব। খবর পেয়ে মোস্তফার সহযোগী সায়েম, গণ্ডা বিল্লাল, শিপন, পিচ্চি আনোয়ার, আকাশ, সেকান্দার, হাকিমসহ ২০-২৫ জন পুলিশের উপর হামলা চালিয়ে মোস্তফাকে ছিনিয়ে নিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা করায় সুযোগ পেয়ে আসামি মোস্তফা পালিয়ে গেছে। ওই সময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মোস্তফাকে গ্রেফতারে অভিযান চলছে।