বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণ শেষে হত্যা মামলায় মো. শফিকুল ইসলাম হৃদয় নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ রানা ও বুলবুল নামে দুইজনকে খালাস প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম হৃদয় রূপগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তিনি ভিকটিমকে ধর্ষণ করে হত্যা করেছেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০৯ সালের ১০ আগস্ট দায়ের করা একটি ধর্ষণ শেষে হত্যা মামলায় আদালত এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০০৯ সালের ৯ আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামি মো. শফিকুল ইসলাম হৃদয় পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম তার কর্মস্থলে যাওয়ার পথে আটক করে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।