বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশিকুর রহমান নামে এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার এশিয়ান হাইওয়ের সড়কের পোনাবো এলাকায় এ ঘটনা ঘটে। সে গাইবান্দা জেলার কাঠুর গ্রামের আব্দুল বারীর ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা ট্রাকটি ছিনতাইয়ের উদ্দেশ্য তাকে কুপিয়ে আহত করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।