বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার উপজেলার সাওঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গোসাইমারা এলাকার সফর উদ্দিনের ছেলে রিপন ও একই জেলার কান্দাইল এলাকার রিফাত মিয়া।
ভুলতা ফাড়ির (এসআই) রোকনুজ্জামান জানান, মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে নরসিংদীগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকার চালক রিপন মিয়া ও ট্রাকে থাকা ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এসময় প্রাইভেটকারে থাকা দুইজন যাত্রী আহত হন। এসময় প্রাইভেটকারটি দুমড়েমুচরে যায়। নিহত হেলপার রিফাতের পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।