বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রুপগঞ্জ থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মোশাররফ হোসেন জানান, দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় একটি সবজি বাগানের পাশে আগুনে পোড়া মরদেহটি স্থানীয়রা দেখে পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের পুরো শরীর আগুনে পুড়ে যাওয়ায় দুটি পা অবশিষ্ট অবস্থায় পাওয়া যায়। তবে নারী না পুরুষ তা এখনো শনাক্ত করা যায়নি।