বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার বলেছেন, নিরস্ত্র বাঙ্গালী জাতি জন্মভূমিকে স্বাধীন ভূ-খন্ড দাবি করায় পাকিস্তানি হানাদাররা বাঙ্গালীদের হত্যা করেন। সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ডাকে দেশের বীর বাঙ্গালীরা যুদ্ধে অংশগ্রহন করে পাকিস্তানিদের হাত থেকে লাঁল সবুজের পতাকা উপহার দিয়েছেন। দেশের শ্রেষ্ট সন্তানদের জন্য আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। দেশের বীর মুক্তিযোদ্ধাদের আমরা যদি সম্মান না করি তাহলে শহীদদের আতœত্যাগ বৃথা যাবে।
জসিম উদ্দীন হায়দার আরো বলেন, মুক্তিযোদ্ধাদের একদিনের জন্য নয় প্রতি মুহুর্তের জন্য সম্মান জানাতে হবে। অগনিত শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি আরো বলেন, জয় বাংলা রাজনৈতিক শ্লোগান নয় এই শ্লোগান হচ্ছে মুক্তিযুদ্ধের শ্লোগান।
নারায়ণগঞ্জ বীর মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার (সাংগঠনিক) ইন্জিনিয়ার আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গতকাল শনিবার বিকালে ফতুল্লার যমুনা ডিপোর পাশে অজ্ঞাত শহীদদের স্মরনে নির্মিত বধ্যভূমিতে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্যে নারায়নগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার উক্ত বক্তব্যগুলো প্রদান করেন।
প্রধান অতিথি আরো বলেন, ৭১’ সালে পাকিস্তানিরা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। দেশ ম্বাধীন হওয়ার পর পাকিস্তানি হানাদারদের প্রেত্বতারা বর্তমানে জঙ্গী হামলা চালিয়ে দেশকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু পাকিস্তানি বংশধরেরা জানে না বাঙ্গালী জাতি কতটুকু ঐক্যবদ্ধ রয়েছে। দেশকে জঙ্গীমুক্ত করতে সর্বদাই ঐক্যবদ্ধ। তিনি নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যে কোন স্থানে জঙ্গী তথ্য পেলে স্থাণীয় প্রশাসনকে অবহিত করার জন্য।
এ সময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চেীধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার নুরুল হুদা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য সালাউদ্দিন আহাম্মেদ। অভ্যর্থনায় ছিলেন এনায়েতনগর ইউনিয়ন শহীদ স্মৃতি সংরক্ষন পরিষদের সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মদ রতন, যুগ্ন সাধারন সম্পাদক আবু হানিফ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এনায়েতনগর ইউনিয়ন শহীদ স্মৃতি সংরক্ষন পরিষদের ও শ্রদ্ধান্জলি জ্ঞাপন কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন সবুজ।