বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সেবা। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই সেবার মাধ্যমে বিশ্বের মানবতাবাদী নেত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে গর্ববোধ করছি। এখনকার সময়ে রাজনীতিতে ভাল মানুষের আগমন কম। মঙ্গলবার সন্ধায় বন্দরের ঐতিহ্যবাহী ঘারমোড়া সমাজ কল্যাণ সমিতির ৫০বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ার হোসেন আরো বলেন,বর্তমান সময়ে রাজনীতি মানে একজন ক্যাডার হওয়া,রাজনীতি মানে একজন প্রভাবশালী ব্যাক্তি হওয়া কিংবা জনপ্রতিনিধি হওয়া। জেলা পরিষদের চাইতে বড় কিছু হওয়ার চাহিদা আমার নেই। জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আজকে আমি এ পদে আসীন হয়েছি। নীতি-আদর্শ নিয়ে আমি ইহকাল ত্যাগ করতে চাই। আমি মনে করি রাজনীতি মানে টেন্ডারবাজী নয়,রাজনীতি মানে মাস্তানী নয়। রাজনীতি মানে মানুষের কল্যাণে কাজ করা। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাওলাদ মাষ্টারের সভাপতিত্বে স্থানীয় ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান তথা মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার মানুষ। প্রধাণ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা। ইঞ্জিনিয়ার মিনহাজউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহমুদা মালা,যুগ্ম সম্পাদক জি এম আরমান,মহানগর যুব মহিলালীগের আহবায়ক নুরুন্নাহার সন্ধা ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধাণ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন কালা মিয়া,সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর মাষ্টার,বিশ্বনবী ইসলামিয়া মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি সরদার আবু তালেব,সামসুল হক মাস্টার,বন্দর থানা শ্রমিকলীগের সহ-সভাপতি নিজামউদ্দিন আহমেদ, মাহাবুব চৌধুরী,সাধারণ সম্পাদক রাফিয়ান আহমেদ,আওয়ামীলীগ নেতা জসিমউদ্দিন জসু,রফিকুল ইসলাম কাইয়ুম,শিক্ষক নেতা শেখ কামাল,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শামীম দেওয়ান,২২নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ আলী,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহা,সাধারণ সম্পাদক শোয়েব মোহাম্মদ লিটন,যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল,মহানগর যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক সালমা চৌধুরী,সীমা সুলতানা সিমলা, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা উজ্জল দাস, মোঃ সাঈদ,নাজমুল হাসান প্রমুখ।