বিজয় বার্তা ২৪ ডট কম
রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জের র্যুপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে হত্যা সহ ৪ মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুর রহমানের আদালতে হাজির করে পুলিশ চারটি মামলায় ৩১ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে মোট দশদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ আগস্ট বিকেলে রূপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধি ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় চনপাড়া নব কিশলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রোমান মিয়া। পরে এ ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে। সেই মামলায় গত ১৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানির ভাটারি এলাকা থেকে মিজানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বাদিপক্ষের আইনজীবি জানান, গ্রেফতারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে চার মামলা সহ অর্থ পাচারের অভিযোগও রয়েছে। তাকে রিমান্ডে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসাবাদ করলে এসব মামলার অগ্রগতি সহ তার আরও নানা অপরাধের তথ্য বেরিয়ে আসবে।