বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার বলেছেন,জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ দেশ সমাজ ধ্বংসের নিশানা। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এদেশে জঙ্গীবাদ মানেই ইসলামকে ধ্বংসের অপচেষ্টা। শনিবার বেলা ১২টায় পাইওনিয়ার মুক্ত স্কাউটস গ্রুপ কর্তৃক বন্দরের সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত জঙ্গী ও সন্ত্রাবাদ দমন শীর্ষক আলোচনা সভায় প্রধাণ অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। হান্নান সরকার আরো বলেন,ইসলাম কখনো জঙ্গীবাদকে সমর্থন করেনা। জঙ্গীবাদ কোন ধর্মীয় শক্তি নয় জঙ্গীবাদ একটি দেশ বিরোধী শক্তি। যারা জঙ্গীবাদে জড়ায় তারা মানুষ নয়,অন্যকিছু। বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিবের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পাইওনিয়ার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি মোঃ কবির হোসেন। গ্রুপের আজীবন সদস্য ও প্রতিষ্ঠাতা স ম খলিলুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান,রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশণার আলহাজ¦ শরীফ মোহাম্মদ আরিফ মিহির,হাজী ইব্রাহিম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহাম্মদ হালিম মজহার,মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আইয়ূব আলী ভূইয়া। অনুষ্ঠান ঘোষণায় ছিলেন বিআইএমটি’র আরএস এল মোঃ হোসেন আলী ভূইয়া। এছাড়া পৃষ্ঠপোষকতায় ছিলেন পাইওনিয়ার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি মোঃ কবির হোসেন।