বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, গত নির্বাচনে আনোয়ার কাকা আমার নির্বাচন করেছিল বিনিময়ে তিনি আমাকে বলেছিল মহানগর আওয়ামীলীগ এর পদ ছেড়ে দিতে । আমি তাকে মহানগর আওয়ামী লীগের পদ ছেড়ে দিলে তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি হন । খোকন সাহাকে আমি আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বানিয়েছি । নাজমুল আলম সজলকে স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি বানিয়েছি । কারন আমি মেয়র হয়েছি আমাকে জনগণের সেবা করতে হবে তাই তাদেরকে আওয়ামীলীগ এর দায়িত্ব দেওয়া হয়েছিল । এটি ছিল আমার সবচেয়ে বড় অপরাধ । এখন তারাই আমাকে আওয়ামীলীগ না জামাতের এজেন্ট বলে ।
শুক্রবার বিকাল চারটায় শহরের দেওভোগ এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় তিনি এই সব কথা বলেন।
তিনি আরো বলেন, আনোয়ার কাকার সাথে আমার কোন বিরোধ নেই । তিনি আমাকে জামাতের এজেন্ট বলেন । বিএনপি ও জামায়াতকে জড়িয়ে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে । আমি নাকি আওয়ামীলীগ তথা শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেছি । আমার পরিবার আওয়ামীলীগ পরিবার, এই রক্ত আওয়ামীলীগের রক্ত কখনো দল ও শেখ হাসিনাকে খারাপ বলতে পারি না ।